নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিলের পর: ওবায়দুল কাদের
নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পরে। এমনটা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন একটি সরকার থাকতে পারে। গতবার যেভাবে ছিল, ওটাই নির্বাচনকালীন সরকার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। প্রধানমন্ত্রী যদি মনে করেন নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে আছে সেভাবে থাকা দরকার এটা, তাঁর এখতিয়ার।
তখন সাংবাদিকেরা জানতে চান আপনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, এ বিষয়ে আপনারও জানার কথা। জবাবে ওবায়দুল কাদের বলেন, এখনই এই আলাপ করার সময় হয়নি। তফসিল ঘোষণা হলে হবে। তখন তো নির্বাচন কমিশন খুবই শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে যাবে। তখন মন্ত্রী চলে যাবেন রুটিন দায়িত্বে। তখন মন্ত্রী বড় কোনো উদ্বোধন করতে পারবেন না। তখন সরকারের কোনো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা যাবে না। নির্বাচন–সম্পর্কিত সবকিছু নির্বাচন কমিশন পরিচালনা করবে। এসপি-ডিসি যদি পরিবর্তন করার দরকার হয়, সেটাও তারা করবে। নির্বাচনকালীন নির্বাচন কমিশনের যা যা চাহিদা, তা দিতে সংবিধান অনুযায়ী সরকার বাধ্য বলে জানান ওবায়দুল কাদের।