ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫৮টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার দুই। এই কেন্দ্রে বুথ রয়েছে চারটি। প্রথম ২ ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৫৮টি। কেন্দ্রটির বুথগুলোয় শুধু দুই প্রার্থীর এজেন্ট আছেন—নৌকা (আওয়ামী লীগ) ও ফুলের মালা (বাংলাদেশ তরীকত ফেডারেশন)। কেন্দ্রের বাইরে নৌকার সমর্থক ছাড়া আর কাউকে দেখা যায়নি। ভোটারদের কোনো সারি নেই। বিচ্ছিন্নভাবে কিছু ভোটার আসছেন।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. দুলাল মিয়ার আশা, বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন। এই কেন্দ্রে ভালো ভোট পড়বে।
অনেকটা একই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। এখানে মোট তিনটি কেন্দ্র আছে। সকাল ৯টার দিকে গিয়ে দেখা গেল, ভোটারদের কোনো লাইন নেই। বিচ্ছিন্নভাবে কেউ কেউ ভোট দিতে আসছেন। এখানেও নৌকা আর ফুলের মালা ছাড়া অন্য প্রার্থীদের কোনো এজেন্ট নেই।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে মোট ভোটার ১০ হাজারের মতো। এখানকার একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরহাদ আলম বলেন, প্রথম ১ ঘণ্টায় ২৪টি ভোট পড়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রমনা ও মতিঝিল থানার ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৮ আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভবন ও সচিবালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই আসনে অবস্থিত। এই আসনে টানা তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনবারই জোটের সমঝোতায় নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। কিন্তু এবার আওয়ামী লীগ মেননকে ছাড় দিয়েছে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া)। ঢাকা-৮ আসনে এবার নৌকা দেওয়া হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে।
ঢাকা-৮ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম ছাড়া বাকি ৯ জন প্রার্থী নির্বাচন করছেন আম, মিনার, মোমবাতি, ছড়ি, একতারা, লাঙ্গল, সোনালী আঁশ, ফুলের মালা ও টেলিভিশন প্রতীকে। নাছিম ছাড়া অন্য প্রার্থীদের স্থানীয়ভাবেও তেমন পরিচিতি নেই। এবার এই আসনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৯৩৮ জন পুরুষ ভোটার আর ১ লাখ ১৮ হাজার ৭১১ জন নারী ভোটার।