দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ

আজ বুধবার রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক জোটের কর্মসূচি ঘোষণা করেন
ছবি: শুভ্র কান্তি দাশ

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ আগামী জুন মাসে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। এই জোট এর আগে চলতি মাসে ঢাকায় দুটি পদযাত্রার কর্মসূচিও নিয়েছে। আজ বুধবার রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

গণতন্ত্র মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুন সকালে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে তাদের রোডমার্চ শুরু হবে। এই রোডমার্চ দিনাজপুরে গিয়ে শেষ হবে ৬ জুন।

এর আগে মে মাসের কর্মসূচি, ২৩ মে মঙ্গলবার ঢাকা দক্ষিণে পদযাত্রা। যা সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু হবে এবং বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এরপর ঢাকা উত্তরে পদযাত্রা ২৮ মে সকাল সাড়ে ১০টায় মালিবাগ রেলগেট থেকে শুরু হবে এবং বাড্ডায় গিয়ে শেষ হবে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ এই কর্মসূচি দিয়েছে। যদিও এই জোট বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে, কিন্তু জুনের প্রথম সপ্তাহে রোডমার্চ গণতন্ত্র মঞ্চের নিজস্ব কর্মসূচি।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে লিখিত বক্তব্যে সাইফুল হক বলেন, ‘সরকার আবারও একটি তামাশার নির্বাচনের পাঁয়তারা করে চলেছে। এ জন্য সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতা–কর্মীদের গ্রেপ্তার, হয়রানিমূলক মামলা দেওয়া ও নির্যাতন– নিপীড়ন অব্যাহত রেখেছে।’

জোটের নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘চূড়ান্ত কর্মসূচি দেওয়ার সময় এখনো আসেনি। আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এর মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

সম্প্রতি গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদের বেরিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে গণতন্ত্র মঞ্চের নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বলেন, ‘এতে কোনো প্রভাব পড়বে না, গণতন্ত্র মঞ্চ তার কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের ব্যাপক সংস্কার চাই। এর জন্য আমাদের সঙ্গে কে থাকবে, কে থাকবে না এটি তাদের ওপর নির্ভর করবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু প্রমুখ।