গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান যুক্তরাজ্যপ্রবাসীদের বামপন্থী ও প্রগতিশীল সংগঠনের
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন সংস্কার, সমতাভিত্তিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বামপন্থী ও প্রগতিশীল কয়েকটি সংগঠন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ সোমবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এই যৌথ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের যুক্তরাজ্য শাখার শামীম আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বক্তারা বলেন আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের শাসনের অবসান হলেও ‘ফ্যাসিবাদের’ ভিত্তি ধ্বংস হয়নি। বিজয়ের লক্ষ্য অর্জন ও সংস্কার সম্পূর্ণ করতে ছাত্র-জনতার প্রতি ঐক্যবদ্ধ সংগ্রাম জারি রাখার আহ্বান জানান তাঁরা।
সভার শুরুতে গণ-আন্দোলনে এবং বন্যায় নিহত ব্যক্তিদের পাশাপাশি তেল–গ্যাস রক্ষা আন্দোলনের নেতা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষা ও সাহিত্য গবেষক গোলাম মুর্শিদ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত এবং দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতার ভাস্কর্য ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সভা থেকে। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস মুশতাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবেদ আলী, নিসার আহমেদ, আমজাদ খান, উদীচীর রফিকুল হাসান, বাসদ মার্ক্সবাদীর মোস্তফা ফারুক ও বাবলু খন্দকার, বাসদের হুমায়ুন খান, ওয়ার্কার্স কাউন্সিলের শাহরিয়ার বিন আলী, ওয়ালি রহমান, মঞ্জুলিকা জামালী ও সাবিনা শ্রাবণী, বাংলাদেশ সলিডারিটি গ্রুপের আখতার সোবহান মাসরুর ও আয়েশা সিদ্দিকা, বাংলাদেশ জাসদের বেলায়েত হোসেন, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের গোলাম আকবর প্রমুখ।