২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সম্মেলন

পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে সমাবেশ উপলক্ষে ব্রিফিংয়ের আয়োজন করে খেলাফত মজলিস। ঢাকা, ২৪ ডিসেম্বরছবি: সংগৃহীত

২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। এই অধিবেশন থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে দলটি।

সমাবেশ উপলক্ষে মঙ্গলবার এক ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জাতীয় নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এনডিএম, নেজামে ইসলাম পার্টিসহ প্রতিনিধিত্বশীল দলগুলোর নেতাদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক অধিবেশন উদ্বোধন করবেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এতে সভাপতিত্ব করবেন।

ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, পতিত খুনি হাসিনা সরকারের পতনের পর আজকের মুক্ত পরিবেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর। রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এই জনপ্রত্যাশা পূরণে খেলাফত মজলিস ইতিবাচক ভূমিকা অব্যাহত রেখেছে।

পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান ফয়সল, মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, মনসুরুল আলম, বিলাল আহমদ চৌধুরী, জামিরুল ইসলাম প্রমুখ।