পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নাম না দেওয়া চরম বৈষম্যমূলক: ছাত্রদল
পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের নাম না দেওয়ার সমালোচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেও ওয়াসিম আকরামের নাম না দেওয়া ‘চরম বৈষম্যমূলক পদক্ষেপ’।
আজ মঙ্গলবার সকালে ফরিদপুরে সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এর আগে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্ররাজনীতির রূপরেখা নিয়ে মতবিনিময় করেন। ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ—এই তিনজন বীর শহীদ জুলাই-আগস্টের অভ্যুত্থানের আইকনে পরিণত হন। তাঁদের আত্মত্যাগ আরও দুই হাজারের বেশি বীর শহীদকে অনুপ্রাণিত করেছে। তরুণ প্রজন্মকে সাহসের প্রেরণা দিয়েছে। কিন্তু ছাত্রদলের নেতা (চট্টগ্রাম কলেজ শাখার সদস্য) হওয়ার কারণে দ্বিতীয় শহীদ হওয়া সত্ত্বেও ওয়াসিম আকরামের নামটি সরকার অবহেলা করছে। তিনি বলেন, ছাত্রদল পরিচয়ে শহীদ হওয়ার কারণে কোনো শহীদের প্রতি বৈষম্য করা গণ-অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী।
এর আগে ফরিদপুরের ওই দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ ছাত্ররাজনীতির রূপরেখা নিয়ে মতবিনিময়ে নাছির উদ্দীন অতীতে ছাত্রলীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ভীতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানো, সিট–বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করবে না। ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক কল্যাণমুখী গণতান্ত্রিক রাজনীতির চর্চা নিশ্চিত করবে।