অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় বিএনপি, সমমনা দলগুলোর ঝটিকা মিছিল
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ দলটির অঙ্গসংগঠন এবং সমমনা দল ও জোট। ঝটিকা মিছিল, সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এসব দলের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার। একই কর্মসূচি ঘোষণা করেছে দলটির জোটসঙ্গী ও সমমনা দলগুলো। এ ছাড়া জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি জানিয়েছে, মিরপুরের রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কের বেড়িবাঁধ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। আজ সকালে পুরান ঢাকা এলাকায় মিছিল করে ছাত্রসংগঠনটি। মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম মাহমুদ আলম সরদার, বি এম মিলাদ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২–দলীয় জোটের নেতারা আজ সকালে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় অবরোধ কর্মসূচিতে বলেন, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অধিকার আদায়ে আন্দোলনরত সাতজনকে হত্যা করেছে এই সরকার। সারা দেশে গত কয়েক দিনে নেতা–কর্মীদের বাড়িঘরে তল্লাশি, ভাঙচুর এবং পরিবার–পরিজনদের অত্যাচার ও নিপীড়ন করা হয়। হাজার হাজার বিরোধী দলের নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় তাঁরা বিএনপির গ্রেপ্তার হওয়া শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন।
অবরোধের সমর্থনে কর্মসূচিতে অংশ নেন ১২–দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ।
আজ সকাল ৯টায় মগবাজার মোড় থেকে রেলগেট মোড় পর্যন্ত মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার সভাপতি নুরুল হক বলেন, তাঁদের অনেক কর্মী আহত হয়ে হাসপাতালে, অনেকে জেলে, তারপরও তাঁরা রাজপথে আছেন। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান।
এ মিছিলে আরও অংশ নেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান।
অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মতিঝিলে গণফোরামের একাংশ মিছিল করে।