২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিদেশি চাপে সরকার বিক্ষোভ-সমাবেশে ঝামেলা করছে না: ফখরুল

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল
ছবি: দীপু মালাকার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন সামনে রেখে সরকার বিদেশি চাপে আছে। তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে কোনো ঝামেলা করছে না।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন,  ‘নির্বাচনের আগে বিভিন্ন দেশের চাপ, বিভিন্ন চাপ যে তোমরা বিরোধী দলকে সভা সমিতি করতে দাও না। এখন তারা দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি। গতকালকেও আমরা সমাবেশ করেছি, খুব বেশি ঝামেলা করেনি। আজকেও চারদিকে পুলিশ আছে, কিন্তু ঝামেলা করছে না। কারণ, তারা দেখাচ্ছে, আমরা তো গণতান্ত্রিক দল, আমরা কোনো ঝামেলা করি না। এগুলো প্রতারণা। এই প্রতারণা তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে।’

ভোলায় সম্প্রতি বিনা কারণে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। গত ১৫ বছরে সরকার বিএনপির ৬০০–এর বেশি নেতা–কর্মীকে গুম করেছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ইভিএমকে জালিয়াতির মেশিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চেয়েছে। এই মেশিন তারা চেতনায় ধারণ করে। কারণ ইভিএম মেশিন ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। ভোট দেবেন ধানের শীষে, ভোট চলে যাবে নৌকায়। এ কারণেই তারা ইভিমএম মেশিন চায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা আবারও নতুন করে পাঁয়তারা করছে।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘ব্যাংকগুলো খালি হয়ে গেছে। কিছুদিন আগে সরকার সিঙ্গাপুর, মালয়েশিয়ার স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু এখন রিজার্ভ কমছে। সরকার ঋণ চেয়ে বেড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বে জ্বালানির দাম কম, কিন্তু দেশে দাম বাড়ছে। সরকার তাহলে সমন্বয় কীভাবে করছে, সে প্রশ্ন তোলেন।’
মির্জা ফখরুল দেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তিনি আন্দোলন করতে আহ্বান জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।