ফারুকের ওপর হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টা সময় দিল গণ অধিকার পরিষদ
কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা এই বিক্ষোভ সমাবেশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটি।
সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে তাঁদের নেতা–কর্মীরাই হামলাকারীদের ধরে এনে ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, ‘আমরা গত সাত বছর যাবৎ লড়াই–সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি। আমরা কেউ উপদেষ্টা হতে চাইনি, আমরা বলেছি এই সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, যত দিন সময় লাগে সংস্কারের জন্য এই সরকার সেই সময় নিক।’
দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করা হবে। তাঁর অপসারণের দাবিতে আন্দোলন করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন।’
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাসান আল মামুন, মাহবুব জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন প্রমুখ।