নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও একজনকে বহিষ্কার করল বিএনপি

ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ায় আরও একজনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সর্বশেষ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুখকে বহিষ্কার করা হয়। তিনি আড়িয়ল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নামে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার একই কারণে পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান ও কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজকে বহিষ্কার করা হয়েছে।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঞ্জু শেখ ফারুখকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সূত্র জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যাঁরা উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন, শিগগিরই তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এটিকে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়া নেতাদের প্রতি একটি ‘বার্তা’ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ১৮ জন পদধারী নেতাসহ বিএনপির অন্তত ৩৮ জন সাবেক-বর্তমান নেতা এবং তাঁদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় নির্বাচন হবে।

আরও পড়ুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থিতাকে ‘অশুভ চক্রের সঙ্গে আঁতাত’ বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে তিনি গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘দেশের মানুষ শেখ হাসিনার অধীন কোনো নির্বাচনকে মূল্য দেয় না। কারণ, এখানে ভোটের আগে ভোট হয়ে যায়। কেউ যদি দলের সিদ্ধান্ত না মানে, বুঝতে হবে সরকারি দলের কোনো টোপে পড়েছে। টোপে পড়ে দলের নীতি-আদর্শের বিরুদ্ধে অবস্থান নিশ্চয়ই অশুভ চক্রের সঙ্গে আঁতাত।’