শীতকালেও গ্রামাঞ্চলে বিদ্যুতের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। ঢাকা, ১৮ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, চলতি শীতের মৌসুমে গ্রামাঞ্চলে বিদ্যুতের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। তাঁরা ইতিমধ্যে বিভিন্ন মফস্‌সল এলাকা পরিদর্শন করে এই চিত্র দেখেছেন। অবিলম্বে গ্রামাঞ্চলের মানুষের ভোগান্তি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর কাকরাইলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা গ্রামের মানুষকে গ্রীষ্মে বিদ্যুৎ দিতে পারেন না, আবার শীতেও তাদের ভোগান্তিতে রাখবেন, সেটা হতে পারে না।’

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘এমনিতেই সারা বছর আমাদের বায়ু মারাত্মক দূষিত থাকে। এটা শীতকালে জনগণের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইটভাটার ধোঁয়া, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর পরিত্যক্ত অংশ, যানবাহনের ধোঁয়া এবং শীতকালীন কুয়াশার সঙ্গে বাতাসে মিলে বায়ুদূষণের মাত্রা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যা মানুষের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস গ্রহণের উপযুক্ত থাকে না।’

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব বলেন, দেশে শীতকালে প্রচুর সবজি উৎপাদিত হয়, যা সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে রেলস্টেশনকেন্দ্রিক হিমাগার তৈরি করলে বাজারব্যবস্থা, সিন্ডিকেট রোধ ও কৃষক পর্যায়ে সঠিক মূল্য পাওয়া নিশ্চিত করা সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, সহকারী সদস্যসচিব আবদুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, উত্তরের সদস্যসচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার প্রমুখ।