নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই কমিশনের মেয়াদ বাড়িয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিশন গঠনের তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। সে হিসাবে আগামীকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা।
তবে এর মধ্যে এই কমিশনের মেয়াদ বাড়ানো হলো। এখন তারা প্রতিবেদন দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেল।