মির্জা আব্বাস আরও তিন মামলায় জামিন পেলেন
আরও তিন মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে আজ পল্টন, শাহজাহানপুর ও রমনা থানার পৃথক তিনটি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। আর গতকাল সোমবার পল্টন ও রমনা থানার পৃথক ছয় মামলায় জামিন পান আব্বাস।
আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা ও ঢাকা রেলওয়ে থানায় (জিআরপি) দায়ের করা পৃথক দুটি মামলায় এখনো জামিন পাননি মির্জা আব্বাস।
২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা, পল্টন মডেল থানায় ও ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনে করা পৃথক ১০ মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৫ জানুয়ারি পৃথক রিট করেন আসামিপক্ষ। এরপর গত ২১ জানুয়ারি এসব মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পল্টন থানার পাঁচ মামলা ও রমনা থানার চার মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে গতকাল ৬টি আর আজ ৩ মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়।