২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের দিন যুবলীগ রাজপথে থাকবে: পরশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে প্রস্তুতি সভায় বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
ছবি: সংগৃহীত

রাজপথে অগ্নিসন্ত্রাস হলে নেতাদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘আপনাদের মোকাবিলা করতে যেকোনো দিন, যেকোনো সময় যুবলীগ প্রস্তুত আছে। চ্যালেঞ্জ দিলাম এবং আপনাদের জবাবের অপেক্ষায় রইলাম। ১০ ডিসেম্বরও আমরা রাজপথে আপনাদের অপেক্ষায় থাকব। দেখি শেখ হাসিনাকে কে উৎখাত করে?’

আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান। আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। এর প্রস্তুতিতে এই সভা।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিরোধী দল বিএনপি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো রাজপথে অবস্থান ধরে রাখতে নানা কর্মসূচি পালন করছে।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, আগামী ১১ নভেম্বর টের পাবেন আওয়ামী লীগকে আন্দোলন–সংগ্রামের মাধ্যমে উচ্ছেদ করা সম্ভব নয়। বিএনপির উদ্দেশে তিনি বলেন, জামায়াত-শিবিরের অংশগ্রহণ ছাড়া তারা ৫০০ লোকও জড়ো করতে পারে না।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান চৌধুরী, সুব্রত পাল, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম।