সমাজকল্যাণের প্রকল্প নিয়ে উষ্মা

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন কিছু প্রকল্পের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে বলেছে কমিটি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি অটিজম ও এনডিডি কেন্দ্রবিষয়ক প্রকল্পের সব ক্রয় প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুসরণ করে শেষ করে অতি দ্রুত প্রকল্পটি চালু করার সুপারিশ করে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির একজন সদস্য বলেন, সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলোর মূল্যায়ন করা প্রয়োজন। এগুলো সমাজে আসলে কতটুকু প্রভাব রাখতে পারছে, তা দেখা দরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাইলটিং করে প্রকল্পগুলো নেওয়া হয়। তা ছাড়া পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ মূল্যায়ন করে থাকে। সূত্র জানায়, বৈঠকে কয়েকটি কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয় জানায় দ্রুত শেষ হবে। এতে কমিটির সদস্যদের কেউ কেউ উষ্মা প্রকাশ করেন। তাঁরা বলেন, দ্রুততম সময় কবে? সুনির্দিষ্ট করে বলা উচিত কবে কাজ শেষ হবে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ অনুযায়ী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতাভুক্ত স্কুলগুলোর কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও পরীক্ষার জন্য ‘মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল ফর স্পেশাল স্কুল (এমইসিএসএস)’ গঠনের অগ্রগতি, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যক্রম এবং সরকারি আশ্রয়কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মো. শিবলী সাদিক, নাসরিন জাহান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ কা ম সরওয়ার জাহান এবং শবনম জাহান বৈঠকে অংশ নেন।