মন্দিরে আগুন ও দুই শ্রমিককে হত্যার ঘটনা তদন্তে বিএনপির কমিটি
ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে দুই নির্মাণশ্রমিক হত্যার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে বিএনপি। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি করেছে বিএনপি। কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ও ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস।
গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা হয়। সভায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহোদর দুজন শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দিরে অগ্নিসংযোগ ও দুই সহোদর ভাইকে হত্যার ঘটনার ‘নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের’ জন্য দলের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়।