সুপ্রিম কোর্টের আদেশে সরকারের কোটাসংক্রান্ত পরিপত্র বলবৎ হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে ২০১৮ সালে সরকারের দেওয়া পরিপত্র সর্বোচ্চ আদালতের আদেশে আবার বলবৎ হয়েছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সুতরাং জনদুর্ভোগ তৈরি হয়, এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন।’

গতকাল বুধবার ওই আদেশ দেন সর্বোচ্চ আদালত। আদেশের পরও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বাসসকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘কোটা বিলুপ্ত করে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে। এ বছরের জুন মাসে হাইকোর্ট একটি আদেশে সেই পরিপত্র বাতিল করে। যদিও সরকার পক্ষ হাইকোর্টের আদেশের বিপক্ষে সর্বোচ্চ আদালতে আপিল করেছে, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। এ বিষয়ে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রদান বাকি রয়েছে।’

পূর্ণাঙ্গ রায় দেওয়ার ক্ষেত্রে আদালত শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সরকারও এ বিষয়ে কোনো কিছুই করতে পারবে না। এ বিষয়ে কোনো ঘোষণাও দিতে পারবে না।

সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে নির্বাহী বিভাগ তথা সরকার কোটার বিষয়ে যুগোপযোগী সংস্কারের উদ্যোগ নেবে বলে জানান মোহাম্মদ আলী আরাফাত।