হায়দার আকবর খান রনো বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র

হায়দার আকবর খান রনোছবি: সংগৃহীত

বাংলাদেশে বামধারার রাজনীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যাঁদের নাম উজ্জ্বল হয়ে আছে, তাঁদের মধ্যে অন্যতম হায়দার আকবর খান রনো। ষাটের দশকের শুরুতেই বাম আন্দোলনে যুক্ত হয়েছিলেন তিনি। বাম রাজনীতিকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিতে তিনি অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন হায়দার আকবর খান রনো। এর আগে ১৯৬২ সালে সামরিক শাসনবিরোধী আন্দোলনে অন্যতম নেতা ছিলেন তিনি। ১৯৬৬ সালে তিনি টঙ্গীতে ঐতিহাসিক শ্রমিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

’৬৯ সালের গণ–অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং এরশাদের শাসনবিরোধী আন্দোলনেও অন্যতম সংগঠকের ভূমিকায় ছিলেন হায়দার আকবর খান রনো। তিনি ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

হায়দার আকবর খান রনো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে ছিলেন দীর্ঘদিন। তবে ২০১০ সালে মতভিন্নতার কারণে এই দল ছেড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যোগ দেন। ২০১২ সালে তাঁকে সিপিবির প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।

রাজনীতির শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র থাকাকালে ১৯৬০ সালে গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন হায়দার আকবর খান রনো। ১৯৬২ সালের ফেব্রুয়ারিতে সামরিক শাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ তাঁর।

কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম লিখেছেন, ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি হায়দার আকবর খান রনোই প্রথম সামরিক শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন।

হায়দার আকবর খান রনো ১৯৬৩ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক।

এর আগে ’৬২ সালজুড়ে যে সামরিক শাসনবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে শিক্ষা আন্দোলন হয়েছিল, রনো তার নেতৃত্বে ছিলেন। ১৯৬২ সালের মার্চ মাসে তাঁকে গ্রেপ্তার করে প্রথমে ঢাকা সেনানিবাসে রাখা হয়েছিল। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তিনি একত্রে ছিলেন।

শ্রমিক রাজনীতিতে রনো

ছাত্র আন্দোলনের পর ১৯৬৬ সালে টঙ্গীর শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন হায়দার আকবর খান রনো। সে সময় তিনি ঢাকার বাসা ছেড়ে টঙ্গীর শ্রমিক বস্তিতে বসবাস করতে শুরু করেন।

মধ্যবিত্ত ঘর থেকে আসা রাজনৈতিক কর্মীর নিজস্ব বাড়িঘর ছেড়ে শ্রমিক বস্তিতে দিনের পর দিন থেকে তৃণমূল পর্যায়ে শ্রমিক আন্দোলন ও বিপ্লবী সংগঠন গড়ে তোলার নজির বাংলাদেশে খুব বেশি নেই।

১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানেও তাঁর ভূমিকা ছিল। একদিকে টঙ্গীতে শ্রমিক আন্দোলন, পাশাপাশি জাতীয় রাজনৈতিক আন্দোলনে সংগঠকের ভূমিকা—দুটিই পাশাপাশি চালিয়ে গেছেন তিনি।

এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি শুরু থেকেই নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। সাতবার তাঁর নামে হুলিয়া জারি হয়েছে।

শিক্ষাজীবন

হায়দার আকবর খান রনো যশোর জিলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল ও ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৫৮ সালে ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। ম্যাট্রিক পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে তিনি মেধা তালিকায় ১২তম স্থান লাভ করেছিলেন। ১৯৬০ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে আইএসসি পাস করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন। কিন্তু পদার্থবিদ্যার কোর্স সম্পন্ন করতে পারেননি কারাবাস ও অন্যান্য কারণে। পরে তিনি কারাগারে অবস্থানকালে আইনশাস্ত্রে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন।

লেখক রনো

রাজনীতিকের পরিচয়ের বাইরে হায়দার আকবর খান রনো একজন তাত্ত্বিক ও লেখক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩। ‘শতাব্দী পেরিয়ে’ শিরোনামে তিনি আত্মজীবনী লিখেছেন। এই বইয়ে তিনি ষাটের দশকের শেষভাগে বাম আন্দোলনে সংকটের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে সেই সময়ের উত্তাল রাজনীতি, ’৬৯–এর গণ–অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিও উঠে এসেছে বইটিতে। তিনি ‘ফরাসি বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব’ শিরোনামে বই লিখেছেন। পুঁজিবাদের বিরুদ্ধে লিখেছেন ‘পুঁজিবাদের মৃত্যুঘণ্টা’।

কোয়ান্টাম জগৎ নিয়েও লিখেছেন হায়দার আকবর খান রনো। এ নিয়ে তাঁর বই ‘কোয়ান্টাম জগৎ—কিছু বৈজ্ঞানিক ও দার্শনিক প্রশ্ন’। এ ছাড়াও তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘মানুষের কবি রবীন্দ্রনাথ’, ‘বাংলা সাহিত্যে প্রগতির ধারা’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ‘পলাশী থেকে মুক্তিযুদ্ধ’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড), নির্বাচিত প্রবন্ধ (প্রথম খণ্ড), ‘মার্কসবাদের প্রথম পাঠ’, ‘মার্কসীয় অর্থনীতি’।

প্রায় ৮২ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক হার মানলেন মৃত্যুর কাছে। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন