আওয়ামী লীগ ঢাকায় আগামীকালের সমাবেশ স্থগিত করেছে

ঢাকায় আগামীকাল মঙ্গলবার সমাবেশ করছে না আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলাদা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে ঢাকার দুটি সমাবেশই স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

গত শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশ করার কর্মসূচি দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন শুরুর দিনে ৩০ জানুয়ারি বিএনপি ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা করে গত শনিবার। এর কিছুক্ষণ পর ওবায়দুল কাদের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছিলেন।

নির্বাচনের আগে বিএনপি ও আওয়ামী লীগ রাজপথে পাল্টাপাল্টি সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে। নির্বাচনের পর গত শনিবার প্রথম পাল্টা সমাবেশ করে দুই দল। ওই দুই সমাবেশ থেকে আগামীকাল মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করার কারণে আরেকবার পাল্টাপাল্টি কর্মসূচি আসে।

আজ সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তারা কাল মঙ্গলবার তেজগাঁও সাতরাস্তার কাছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ ও শান্তি মিছিল করবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। কিন্তু পরে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে তাঁরাও সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তা না করার নির্দেশনা দেওয়া হয়।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, সংসদের প্রথম অধিবেশনের বসার দিন পাল্টাপাল্টি কর্মসূচি পালন করলে মানুষের দৃষ্টি সেদিকে চলে যেতে পারে। এ ছাড়া এই বিষয়টিই আলোচনায় আসবে। এ জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। অন্যান্য জেলা ও মহানগরে একই কর্মসূচি পালন করার জন্য সেভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে সূত্র জানিয়েছে।