‘দেশটা কারও বাপের না’ বললে আমার গায়ে লাগে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘কেউ যদি বলে যে এই দেশটা কারও বাপের না, তাহলে আমার খুব গায়ে লাগে। কারণ, আমি এদেশের জন্য যুদ্ধ করেছি, এ দেশটা যদি আমার বাপের না হতো তাহলে এ দেশটা আমার হতো না, আমার ছেলের হতো না, আমার নাতির হতো না। সুতরাং যাঁরা এ কথা বলেন, তারা সাবধানে বলবেন, এ দেশটা সকলের বাপের দেশ। সে জন্যই এ দেশটা আমাদের দেশ।’
আজ সোমবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ব্যক্তিদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল।
মির্জা আব্বাস বলেন, ‘৫ তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, সে পরিস্থিতি আমাদের রাখতে হবে। তা যদি না হয় তাহলে এদেশের পুরো অস্তিত্ব বিলীন হয়ে যাবে, দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত দুই দিনের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই বহু কিছু বের হয়ে আসবে।’
এদেশের জন্য আরও লড়ে যাবেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরও লড়ব, সে সম্ভাবনা চলে যায়নি।’
বিএনপি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কার বিষয়ে মতামত দিয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমরা সরকারকে বলব, যে সংস্কার হয়েছে, সেটা লোকজন দেখেনি, আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে, সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই যে সচিবালয়ের ভেতরে যারা সংস্কারে বাধা দেবে, বিপথগামী করবে, তারা এখনো সচিবালয়ে আছে, তাদের সরানোর ব্যবস্থা করেন।’
বিএনপির যুগ্ম মহাসচিব এবং মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল।