ওলামা দলে বিশৃঙ্খলা, কমিটি বাতিল

জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। নতুন কমিটি না হওয়া পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে কী কারণে ওলামা দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলো, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ওলামা দল বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে অন্যতম। ২০১৯ সালের ৫ এপ্রিল মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্যসচিব করে ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয় ওলামা দলের।

বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে, ওলামা দলের এই আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি করেনি। বরং বিএনপির শীর্ষ পর্যায়কে না জানিয়ে আহ্বায়ক কমিটিতে কিছু লোককে পদ দেওয়ার অভিযোগ ওঠে। এখন সেই আহ্বায়ক কমিটি বাতিল করল বিএনপি।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ওলামা দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনের আহ্বায়ক শাহ মো. নেছারুল হকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। তিনি মূল দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় দপ্তরের অনুমোদন ছাড়াই কমিটির সদস্যসচিব পরিবর্তন করেন। একই সঙ্গে দুজন যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দিয়ে নতুন করে ২২ জনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করেন।

শাহ নেছারুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে এই পরিবর্তন হয়েছে।

তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই রদবদলকে ওলামা দলের গঠনতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেন।