শাহজালাল বিমানবন্দরের নাম আবার জিয়ার নামে করার দাবিতে মানববন্ধন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে মানববন্ধন করেছেন কয়েক শ মানুষ। ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আজ সোমবার দুপুরে বিমানবন্দর পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় ঢাকার এই বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যড়যন্ত্র করে এর নাম পরিবর্তন করে। তাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা আরও বলেন, বিমানবন্দরটির নাম আবার আগের নামে করার দাবি জানাচ্ছেন তাঁরা। সারা বিশ্বে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিচিতি রয়েছে, এই বিমানবন্দরের নাম পরিবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ আগের নাম (জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) পুনর্বহালের মধ্য দিয়ে সেটি ফিরিয়ে আনার এই দাবি সর্বস্তরের জনগণের।
মানববন্ধনে উত্তরা ও আশপাশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বিএনপির স্থানীয় নেতা–কর্মীরাও উত্তরার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।