রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে (ইনডোর) দুটি ভোটকেন্দ্র৷ এর একটি কেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ শতাংশ, আরেকটি কেন্দ্রে ২৬ শতাংশ। দুই কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা বলছেন, মাঝে বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটার ছিল না, এখন আবার আসতে শুরু করেছেন।
আজ বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক ভালো। এর মধ্যে বেলা ১১টা ৫ মিনিটে হালকা বৃষ্টি শুরু হয়। বেলা সোয়া ১১টা থেকে মুষলধারে নামা বৃষ্টি চলে ঘণ্টাখানেক। বৃষ্টির কারণে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি কিছুটা কমে যায়।
এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে (ইনডোর) দক্ষিণ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১০৮ জন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ শতাংশ। বৃষ্টি থামার পর আরও ভোটার উপস্থিত হয়েছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি ভালো। বৃষ্টিতে কিছুটা কমেছিল। দুপুরের খাবারের পর আরও কিছু ভোটার আসবেন বলে আশা করছি। সব মিলিয়ে এই কেন্দ্রে ৪০ থেকে ৪৫ শতাংশের মতো ভোট পড়তে পারে।’
এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে (ইনডোর) উত্তর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬০ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪১টি, যা মোট ভোটের ২৬ শতাংশের মতো। দেখা গেল, বৃষ্টি থামার পর আরও ভোটার এসেছেন কেন্দ্রে।
ভোট দেওয়ার জন্য অপেক্ষমাণ সারিতে দাঁড়িয়ে ছিলেন তেরখাদিয়া এলাকার বাসিন্দা আবদুর রউফ। তিনি বলেন, ‘স্টেডিয়ামের কাছেই বাসা। বৃষ্টির আগেই আসতে চেয়েছিলাম। বৃষ্টির থামার পর এলাকার কয়েকজন মিলে আসলাম ভোট দিতে।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তফা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃষ্টি থামার পর উপস্থিতি বেড়েছে। ভোট পড়েছে ৩০ শতাংশের কাছাকাছি। শেষ পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়তে পারে।