অচিরেই দেশ মেরামতের রূপরেখা প্রকাশ করবে বিএনপি: খন্দকার মোশাররফ
নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনে বিএনপি জয়লাভ করলে কীভাবে দেশ মেরামত করা হবে, তার রূপরেখা অচিরেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের ১০টি সমাবেশে জনগণ পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, বিচারব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে না। জনগণ এই রাষ্ট্রের পরিবর্তন চায়।’
‘সকলের দায়িত্ব এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা’ উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সবার দায়িত্ব জনগণ যে পরিবর্তন চায়, তার সূচনা করা। সেই পরিবর্তন না করতে পারলে এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।
মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এই সরকারের বিদায়ের জন্য সারা দেশের মানুষ প্রস্তুত। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১০ দফা প্রণয়ন করেছি। আমরা ভবিষ্যতে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের যে সরকার হবে, সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে, তাহলে দেশ আমরা কীভাবে মেরামত করব, তার রূপরেখাও আমরা অচিরেই জাতির সামনে উপস্থাপন করব।’
সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাম্যের দেশ ফিরিয়ে আনার লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া এখনো কারাগারে আবদ্ধ। গণতন্ত্র, সাম্য, শান্তি ও স্বস্তির বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য আমরা ১০ দফার লড়াই শুরু করেছি। এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এই লড়াইকে এগিয়ে নিতে হবে, বিস্তৃত করতে হবে। এই লড়াইয়ে বিজয়ী হতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর প্রমুখ।