নেতা–কর্মীদের থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে: অভিযোগ রিজভীর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তাঁদের দলের নেতা-কর্মীদের আটকের পর থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন রিজভী।
বিবৃতিতে রুহুল কবির রিজভী গতকাল রোববার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, দিনে–রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে পুলিশ বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। নেতাদের বাসায় না পেয়ে তাঁদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটকের পর তাঁদের থানায় নিয়ে অবর্ণনীয় নির্যাতন করছে।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে।
জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।
বিএনপির আন্দোলনে ভয় পেয়ে সরকার গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির।
বিবৃতিতে রুহুল কবির শামসুজ্জামান দুদুসহ গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।