অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপে সমর্থন দেবে বাংলাদেশ জাসদ
অন্তর্বর্তীকালীন সরকারের সব ইতিবাচক পদক্ষেপে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাসদ। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় তারা এ কথা জানিয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, মনজুর আহমেদ, নাসিরুল হক, আনোয়ারুল ইসলাম প্রমুখ। সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার ভাষণ ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়। ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ জাসদ বলেছে, ছাত্র গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে সবার জন্য বৈষম্যমুক্ত গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, তা স্বাগত জানায় তারা। প্রধান উপদেষ্টা গণতন্ত্র অভিমুখে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের কথা বলেছেন। স্বাভাবিকভাবে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে সংস্কারের পূর্ণাঙ্গ রূপ ও তা বাস্তবায়নের পথরেখা এখনো তুলে ধরা হয়নি। রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশ জাসদ মনে করে, সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শুরু করা উচিত।
বাংলাদেশ জাসদ বলেছে, আলোচনা শুরু হলে সংস্কারের শক্তি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। নির্বাচনের সময় নির্ধারণের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। রাষ্ট্র সংস্কারের যেসব বিষয়ে সর্বদলীয় ঐকমত্য হবে, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে। বাকি বিষয়গুলো জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে হবে। যথাসম্ভব দ্রুত নির্বাচনব্যবস্থার সংস্কার করে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা প্রয়োজন।
বন্যা পরিস্থিতি
দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা জাতি হিসেবে সম্মানিত করেছে বলে বাংলাদেশ জাসদ মনে করে। বন্যায় ত্রাণ বিতরণ প্রক্রিয়াকে দুর্গত এলাকার প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা করছে।