ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাফাইল ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে সাদা পোশাকধারী একদল ব্যক্তি তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে পরিবার। আজ রোববার সন্ধ্যায় তাঁকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তাঁর বাবা রফিকুল ইসলাম মোল্লা।

বিন ইয়ামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আজ রাত সোয়া নয়টার দিকে তাঁর বাবা প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় থাকেন তাঁরা। স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর সাদাপোশাকের একদল ব্যক্তি বিন ইয়ামিনকে তুলে নিয়ে যান। তাঁরা নিজেদের র‍্যাব-৩-এর সদস্য বলে পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কোনো তথ্য তাঁদের জানা নেই।