মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখালেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: ফাইল ছবি

কারামুক্ত হওয়ার দুই দিন পর আজ শনিবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই এবং বাসায় থেকেই চিকিৎসা নেবেন বলে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

আজ বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় তাঁর গুলশানের বাসা থেকে শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান। গত বৃহস্পতিবার তিনি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মহাসচিবের আগে থেকেই শারীরিক কিছু জটিলতা ছিল। কারাগারে থাকার সময় আরও কিছু উপসর্গ দেখা দেয় এবং তাঁর ওজন প্রায় ছয় কেজি কমে গেছে।’

সে জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখিয়েছেন বলে উল্লেখ করেন জাহিদ হোসেন। তিনি জানান, স্পেশালাইজড হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তাঁকে দেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।

তবে জাহিদ হোসেন বলেন, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এখন ভালো। তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য এই হাসপাতালে তাঁকে আবার যেতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস কারাগারে থাকার পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বৃহস্পতিবার। একই দিনে একই কারগার থেকে মুক্তি পান বিএনপির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। সব কটি মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পান তিনি। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। পুলিশ সদস্য হত্যা মামলায় আমীর খসরুকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।