ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই: নুরুল হক
জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ৫ আগস্টের আগে দল–মতনির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরেছে। অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত। এ বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে।
শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় নুরুল হক এসব কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনা ও শহীদের স্মরণে দোয়া এবং বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র সংস্কার ও জন–আকাঙ্ক্ষার রাজনীতি নিয়ে এ সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের লালবাগ থানা শাখা।
রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, ‘ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে, তার জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও চার বছরমেয়াদি সংসদের কথা বলছি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।’
নুরুল হক বলেন, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার বোঝে না, তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে চায়। পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের কথা ভাবতে হবে। এরাই গণ–আন্দোলনে অগ্রভাগে থাকে, জীবন দেয়। তাদের কথা মাথায় রাখতে হবে। বাজারে স্বস্তি ফেরাতে হবে। রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব রাখা যাবে না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তাদেরও সঠিক পথে থাকতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
আলোচনায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে গণ–অভ্যুত্থান বেহাত হতে দেওয়া যাবে না। আসুন, ক্ষমতার প্রতিযোগিতা বন্ধ করে সবাই গণহত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকি। আওয়ামী লীগের অপরাধীদের বিচারে সবাইকে সোচ্চার হতে হবে; কিন্তু নিরীহ ও সাধারণ আওয়ামী লীগকে মামলায় ভুক্তভোগী করা যাবে না।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি; কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড জনমনে বিভ্রান্ত তৈরি করছে। এগুলো থেকে সরকারকে দূরে থাকতে হবে। সব দল ও গণ–অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই সরকারের প্রতি মানুষের সমর্থন বজায় থাকবে।’
সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের লালবাগ থানা শাখার সভাপতি ইউনূস আলী। দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল সভা সঞ্চালনা করেন।