বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম
ফাইল ছবি

সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

আজ সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানান, দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দৈনিক প্রায় ১৭ হাজার ৫৪ টন কঠিন বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে এ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আমিনবাজার ল্যান্ডফিলে (সব বর্জ্য যেখানে জমা করা হয়) দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি কোম্পানি নির্বাচন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য সিটি করপোরেশনেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের প্রশ্নের জবাবে সংসদকাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, এ পর্যন্ত ১ হাজার ৬২৫ জন প্রবাসীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ হাজার ৮৮ জন প্রবাসী ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।

সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জানান, সারা দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এখন ১ লাখ ৮৮ হাজার ৮৮৬।

সংসদ সদস্য হাবিবর রহমানের আরেক প্রশ্নের জবাবে সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গত ২৭ বছরে (১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত) সারা দেশে ৮ লাখ ৪২ হাজার ৭৬৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১৫ বছরে (২০০৯-২৩) সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১০ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৭৬৩।