বিএনপি সংস্কার চায়, তবে লম্বা সময়ে আপত্তি

বিএনপি

প্রয়োজনীয় সংস্কারগুলো অল্প সময়ের মধ্যে সেরে অন্তর্বর্তী সরকার নির্বাচনী সড়কে উঠতে পারে বলে মনে করে বিএনপি। এ ক্ষেত্রে লম্বা সময় দেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে তাদের। গত কয়েক দিনে বিএনপির নীতিনির্ধারণী একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন মনোভাবের কথা জানা গেছে।

ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা বলেছেন। আর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে ঘোষণা দেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন বিএনপির নেতাদের কেউ কেউ। তাঁরা মনে করেন, সরকার আন্তরিক হলে ১৮ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। এর পরও সময়ের প্রশ্নে দলটির শীর্ষ নেতৃত্বে কিছুটা উদ্বেগ ও অসন্তুষ্টি আছে। বিএনপি কার্যত যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে।

বিএনপির নেতারা বলছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি সময় লাগার কথা নয়। তবে কিছুটা জটিলতা এবং সময়ের বিষয় আছে সংবিধান সংস্কারের প্রশ্নে। সেটি নির্ভর করবে অন্তর্বর্তী সরকার সংবিধানের কোন কোন ক্ষেত্রে এবং কতটা সংস্কার করতে চায়। এরই মধ্যে ছয় কমিশন বলেছে, তারা ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেবে।

বিএনপির নেতৃত্ব অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে সরকার যাতে একটি রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচনমুখী হয়, সে তাগিদও অব্যাহত রাখবে। এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের দাবি রয়েছে নানা মহলের। অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। এতেও অসন্তুষ্টি আছে বিএনপির। দলটি আশা করেছিল, কমিশন গঠনের আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকার প্রস্তাব চাইবে।

বিএনপির নেতারা বলছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি সময় লাগার কথা নয়। তবে কিছুটা জটিলতা এবং সময়ের বিষয় আছে সংবিধান সংস্কারের প্রশ্নে। সেটি নির্ভর করবে অন্তর্বর্তী সরকার সংবিধানের কোন কোন ক্ষেত্রে এবং কতটা সংস্কার করতে চায়। এরই মধ্যে ছয় কমিশন বলেছে, তারা ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেবে।

এর পরের ধাপ হবে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানো। এ প্রক্রিয়া স্বল্প সময়ের হোক, তা চাইবে বিএনপি।

ওনাদের (অন্তর্বর্তী সরকার) আমি ঠিক বুঝতে পারছি না। ওনাদের দৃষ্টিভঙ্গিটা আমার কাছে খুব পরিষ্কার নয়। আমরা যতটুকু বুঝি, এখানে (অন্তর্বর্তী সরকার) কয়েকটা মত কাজ করছে বোধ হয়। কেউ চায় এখনই তারা সংস্কার করে দিয়ে যাবে। কেউ চায়, যে সংবিধান আছে, তার মধ্য থেকেই প্রয়োজনীয় সংস্কার করবে। অস্পষ্ট কোনো জিনিসই ভালো নয়।
মির্জা ফখরুল

সংবিধান সংস্কার প্রশ্নে সময় কমিয়ে আনতে এবং জটিলতা এড়াতে বিএনপি তাদের সংস্কারের প্রস্তাবও আগাম তুলে ধরবে। সে কাজ শুরু হয়েছে বলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন। বিএনপি দুই বছর আগে দেওয়া তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং এ লক্ষ্যে জাতীয় সরকার গঠনের বিষয়টি সামনে এনে সক্রিয় হওয়ার পরিকল্পনাও করছে। এই প্রতিশ্রুতিকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে, বেশ কয়েকটি দলের সঙ্গে পৃথক মতবিনিময়ও করেছে। বিএনপি বলছে, তারা ভোটে নির্বাচিত হলে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার করে সংস্কারগুলো সম্পন্ন করবে।

মির্জা ফখরুল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ওনাদের (অন্তর্বর্তী সরকার) আমি ঠিক বুঝতে পারছি না। ওনাদের দৃষ্টিভঙ্গিটা আমার কাছে খুব পরিষ্কার নয়। আমরা যতটুকু বুঝি, এখানে (অন্তর্বর্তী সরকার) কয়েকটা মত কাজ করছে বোধ হয়। কেউ চায় এখনই তারা সংস্কার করে দিয়ে যাবে। কেউ চায়, যে সংবিধান আছে, তার মধ্য থেকেই প্রয়োজনীয় সংস্কার করবে। অস্পষ্ট কোনো জিনিসই ভালো নয়।’

অস্বস্তিতে বিএনপি

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি পায় বিএনপি। এই পটপরিবর্তনে ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দলটির মাঠপর্যায়ের নেতাদের মধ্যে একটা ধারণা তৈরি হলেও কেন্দ্রীয় নেতারা এখনো পুরোপুরি স্বস্তিতে নেই। একদিকে তৃণমূলের একটি অংশ দখল, আধিপত্য বিস্তারসহ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে। সেটা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং নির্বাচনের সময় নিয়ে অস্পষ্টতায় থাকার কথা বলছেন দলটির নেতারা।

এ ছাড়া পটপরিবর্তনের পরও যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এ দুই বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনাও বুঝে উঠতে পারছেন না নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে দলটির একজন ভাইস চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘আমরা (সংস্কার প্রশ্নে) লম্বা পথে যাব না। আমরা মনে করছি, অন্তর্বর্তী সরকার বেশি সময় নিতে গেলে বিএনপি চাইলেও এ সরকারকে ধরে রাখতে পারবে না।’

বিএনপির নেতারা মনে করেন, নির্বাচন যত পেছাবে, তাতে ভোটের মাঠে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে খুব চাপও দিতে পারছে না। কারণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষে তারপরই নির্বাচন করার পক্ষে জনমত বেশি।

দ্রুত নির্বাচন কেন চায় বিএনপি

বিএনপি অন্তর্বর্তী সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার কথা বললেও কার্যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারা। এ ক্ষেত্রে বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন আশা করে। এর কারণ, বিএনপির নেতারা মনে করেন, নির্বাচন যত পেছাবে, তাতে ভোটের মাঠে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে খুব চাপও দিতে পারছে না। কারণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষে তারপরই নির্বাচন করার পক্ষে জনমত বেশি।

যদিও মির্জা ফখরুল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপিতে কোনো অস্থিরতা নেই।’ একই সঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক করা—এগুলো তাঁরা (অন্তর্বর্তী সরকার) যত দ্রুত করবেন, তত এগিয়ে যাবেন। ইতিমধ্যে বিচার বিভাগ কিছুটা ঠিক হয়ে এসেছে। আর মৌলিক পরিবর্তনগুলো করবে তো সংসদ। আমি মনে করি না এগুলোর জন্য বেশি সময়ের দরকার আছে। বিএনপি যত দ্রুত সম্ভব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নির্বাচন হওয়া উচিত বলে মনে করে।’

অবশ্য বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার সঙ্গে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আরও কিছু দলের কিছুটা ভিন্ন অবস্থান আছে। এ দলগুলোর শীর্ষ নেতারা ইতিমধ্যে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘প্রয়োজনীয়’ সময় দেওয়ার কথা বলেছেন।

বিএনপির ‘অদৃশ্য প্রতিপক্ষ’

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে নতুন করে মতবিরোধ বিএনপির জন্য অস্বস্তির আরেকটি কারণ হিসেবে যুক্ত হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পরপরই কোথাও কোথাও সংখ্যালঘুদের নিরাপত্তা ও মন্দির পাহারায় ভূমিকা রাখে জামায়াত। কিন্তু সে সময়ে বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও হাঙ্গামার কিছু ঘটনায় সমালোচনার মুখে পড়ে বিএনপি। এ নিয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে বিএনপিকে নিয়ে তির্যক মন্তব্য আসে। হঠাৎ এ বিরোধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত বিএনপির নতুন প্রতিপক্ষ হয়ে উঠছে কি না, তা নিয়েও দলটির ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়েছে। তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যে এর ইঙ্গিতও মেলে।

অবশ্য বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার সঙ্গে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আরও কিছু দলের কিছুটা ভিন্ন অবস্থান আছে। এ দলগুলোর শীর্ষ নেতারা ইতিমধ্যে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘প্রয়োজনীয়’ সময় দেওয়ার কথা বলেছেন।

৪ সেপ্টেম্বর দলের এক ঘরোয়া কর্মসূচিতে তারেক রহমান ‘সাম্প্রতিক সময়ের গজিয়ে ওঠা অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলায় রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশল প্রয়োগ করতে’ নেতা-কর্মীদের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিনি এই ‘অদৃশ্য প্রতিপক্ষ’ বলে জামায়াতকে ইঙ্গিত করেছেন। যদিও এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের সূত্রপাত করে জামায়াত। ২৬ আগস্ট এক বক্তব্যে দলের আমির শফিকুর রহমান বলেন, ‘এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি। বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না। তখন জামায়াতের আমির এমনও বলেন, ‘বিএনপি তো ইতিমধ্যে ক্ষমতার ৮০ ভাগ দখল করেই ফেলেছে। ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি।’ তাঁর এমন মন্তব্য প্রকাশ পেলে বিএনপিতে ক্ষোভের সৃষ্টি করে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএনপির বাইরে জামায়াত নিজেদের একটা ‘বিকল্প’ শক্তি হিসেবে দেখাতে চাইছে। সেখানেই বিএনপির নেতারা জামায়াতকে অদৃশ্য প্রতিপক্ষ ভাবছেন।