বিএনপি ও জামায়াতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকছবি: ব্রিটিশ হাইকমিশনের এক্স অ্যাকাউন্ট থেকে

বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার ঢাকার বারিধারায় হাইকমিশনারের বাসায় এই বৈঠক হয়।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে বলে এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। এক্স বার্তায় আরও বলা হয়েছে, তাঁরা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন।

বিএনপির সূত্র জানায়, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় অংশ নেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে চাননি।

জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক
ছবি: ব্রিটিশ হাইকমিশনের এক্স অ্যাকাউন্ট থেকে

এদিকে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গেও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক হয়। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। আজ বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াতের লিঁয়াজো কর্মকর্তা মাহমুদুল হাসান যোগ দেন।