জনগণ ভোট দিতে কেন্দ্রে যায়নি: গণফোরাম ও পিপলস পার্টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে যাচ্ছে না বলে দাবি করেছে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি।
আজ রোববার বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দল দুটির নেতারা এসব কথা বলেন। সমাবেশের আগে প্রেসক্লাব ও পুরানা পল্টন এলাকায় ভোট বর্জন ও হরতালের সমর্থনে মিছিল করেন দল দুটির নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকাল ৬টা থেকে আগামীকাল (৮ জানুয়ারি) সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো।
সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভোটকেন্দ্রে ভোটার নাই। জনগণ ভোটকেন্দ্রে যায় নাই। কারা ভোটকেন্দ্রে গেছে, শেখ হাসিনা গেছেন, তাঁর মেয়ে পুতুল গেছেন, সঙ্গে শেখ রেহেনার ছেলে গেছেন। সেখানে গিয়ে বলেন, নির্বাচিত হয়ে গেছি। নির্বাচিত হয়ে গেছেন, এগুলো তো ১৫ বছর ধরেই করে যাচ্ছেন। জনগণ ভোট দেয় না। আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বহু আগেই।’
এই সরকার ‘ভোট চুরি নয়, ডাকাতি করেছে’ বলে অভিযোগ করে সুব্রত চৌধুরী বলেন, ‘ডাকাতি করে গত ১৫ বছরে একটি নৈরাজ্য সৃষ্টি করেছেন। দেশের সমাজব্যবস্থা ধ্বংস করেছেন। আপনি সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। কোথাও কোনো নির্বাচন নাই।’