ঢাকায় ১ আগস্ট সমাবেশের ঘোষণা জামায়াতের
জামায়াতে ইসলামী আগামী ১ আগস্ট ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিন দিনের কর্মসূচির মধ্যে দলটি ঢাকায় সমাবেশের আগে ৩০ জুলাই জেলা শহরগুলোতে মিছিল করবে।
এর আগে ২৮ জুলাই সব মহানগরে মিছিলের কর্মসূচিও রেখেছে জামায়াত।
সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াতের আমিরসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী এ কর্মসূচি নিয়েছে।
কর্মসূচি ঘোষণা করতে গিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। এ লক্ষ্যে সরকার প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে।
মুজিবুর রহমান অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে সভা–সমাবেশ ও মিছিল করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পরও সম্প্রতি সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বরং জামায়াতের নেতা–কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
এক দশক পর জামায়াত ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে গত ১০ জুন। তাদের এই সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল।
সরকারের অনুমতি দেওয়া ও জামায়াতের সমাবেশ করার বিষয় নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।
তবে পরে সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। এখন দলটি ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি নিল।
আজ কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মাওলানা এ টি এম মাছুম, হামিদুর রহমান আযাদ, নূরুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মতিউর রহমান আকন্দ।