অনৈতিক কর্মকাণ্ড: বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত
নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধসহ এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর দলের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রাপ্ত ফলাফল ইতিবাচক নয়। সে জন্য কমিটি বাতিল করার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। এর প্রভাবে সাংগঠনিক স্থবিরতা দেখা দেয়। এ ছাড়া জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর জেলার শীর্ষস্থানীয় নেতাদের নামে দখলবাজির অভিযোগ ওঠে। বিশেষ করে জেলা সভাপতির বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে যায়। সম্প্রতি দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নেতৃত্বে তদন্ত কমিটি হয়। কমিটির সুপারিশে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
জানতে চাইলে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, দল যা ভালো মনে করেছে, তা–ই করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে শিগগিরই নতুন কমিটি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।