জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে থাকা ইসলামী আন্দোলনের একজন নেতা জাতীয় পার্টির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকার দর–কষাকষির নির্বাচন করতে যাচ্ছে। সেখানে টাকা ছড়িয়ে কাউকে কাউকে আসন দিচ্ছে। সরকারের সঙ্গে দীর্ঘদিন জোট বেঁধে নির্বাচন করে আসা জাতীয় পার্টি নিজেরাই নির্বাচন করবে বলে ঘোষণা দিয়ে আবার ভাগাভাগির আলোচনায় বসেছে। জাতীয় পার্টি জাতির জন্য ‘বিষফোঁড়া’।
নির্বাচনের তফসিল বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন।
সমাবেশে বক্তব্যে জাতীয় পার্টির সমালোচনা করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। তিনি বলেন, বেচাকেনার হাটের মতো এই নির্বাচন শুরু হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আগে ছিল ১৪ দল। এখন তাদেরও আসন দিচ্ছে না।
জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল আখ্যায়িত করে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, তারা ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে মন্ত্রিত্ব পায়। তাহলে বিরোধী দল হয় কী করে? এটা ধোঁকাবজি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উদ্দেশে তিনি বলেন, সুন্দর সুন্দর কথা বলে নির্বাচনে চলে গেছেন। আলাদা নির্বাচনের কথা বলে আবার ভাগাভাগি নিয়ে বসেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিংস পার্টি নামে পরিচিত কয়েকটি দল অংশ নিচ্ছে। সেগুলোর বিষয়ে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘তৃণমূল বিএনপি—সব বেইমান, বিশ্বাসঘাতক, মীর জাফর একসঙ্গে হয়েছে। এগুলো জাতির জন্য কলঙ্ক, চরিত্রহীন। এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতির নামে কলঙ্ক। পুকুরে যেভাবে আধার দেয়, ভুসি ছড়ায়, আওয়ামী লীগও সেভাবে টাকা ছড়াচ্ছে আর দু–একজনকে সিট দিচ্ছে।’
ইসলামপন্থী কয়েকটি দলও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। সেগুলোর বিষয়ে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘হুজুর নামধারী এরা ইসলামকে বিক্রি করছে। এরা টাকার কাছে বিক্রি হয়ে ইসলামকে ডোবাচ্ছে।’