কিছু মানুষ এতই টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মানুষের টাকাপয়সা এত বেড়ে যায় যে তারা দেশে টাকা রাখতে পারে না। টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয়। এটা নেশার মতো হয়ে যায়।

আজ মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন শেখ হাসিনা। পরে শুরু হয় সাংবাদিকদের প্রশ্নপর্ব।

দেশের ব্যাংক খাত নিয়ে কমিশন গঠনসংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ লোভী হয়ে যায়। টাকাপয়সা এত বেড়ে যায় যে দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেলল যে দেশেই থাকা যায় না। তাহলে লাভ হলো কী! এটা তো মানুষ চিন্তা করে না। নেশার মতো হয়ে যায়।’

ব্যাংক খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ ব্যাংক ভালো চালাতে পারছে, কেউ পারছে না। যদি কোনো ব্যাংক দুর্বল হয়, তাকে সহযোগিতা করা হচ্ছে। যারা আমানত রাখে, তাদের আমানত সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। যেখানে যেটুকু সমস্যা হচ্ছে, তা সমাধানের চেষ্টা হচ্ছে।