নির্বাচনী অপরাধের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার বেলা তিনটায় তাঁকে ইসিতে হাজির হতে বলা হয়েছে।
আজ রোববার হাবিবুর রহমানকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ৩০ ডিসেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন করে ‘অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য’ দেন। এ ছাড়া তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিষয়ে ভয়ভীতি ও হুমকি দেন। সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি ওই প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন বলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ ইসিতে প্রতিবেদন দিয়েছে।