বিএনপির নেতা খায়রুল কবির খোকন আটক
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। খায়রুল কবিরকে আটকের বিষয়টি ডিবির মতিঝিল বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ প্রথম আলোকে বলেছেন, খায়রুল কবিরকে আটক করা হয়েছে।
খায়রুল কবিরের সহধর্মিণী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাও এ আটকের খবর জানিয়েছেন। শিরিন সুলতানা বলেছেন, গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের ভাইয়ের বাসা থেকে খায়রুল কবিরকে আটক করা হয়েছে।
ডিবির মতিঝিল বিভাগ সূত্র জানিয়েছে, খায়রুল কবিরের বিরুদ্ধে নরসিংদীর মামলার ওয়ারেন্ট আছে। ঢাকাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাঁকে কোন মামলায় আটক করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি ডিবি।
খায়রুল কবির খোকন ডাকসুর সাবেক জিএস।