বাজেট অর্থনৈতিক সংকট নিরসনে আশা জাগাতে পারেনি: ওয়ার্কার্স পার্টি
প্রস্তাবিত বাজেট দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট নিরসনে কোনো আশা জাগাতে পারেনি বলে মনে করে ওয়ার্কার্স পার্টি। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় দলটি বলছে, বাজেট প্রস্তাবে বর্তমান অর্থনৈতিক সংকটের বাস্তবতা স্বীকার করা হলেও তা নিরসনে কার্যকর কোনো কৌশল নির্দেশ করা হয়নি।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট গতকাল বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হয়। এই বাজেট সম্পর্কে ওয়ার্কার্স পার্টি বলছে, মূল্যস্ফীতির কারণে জনজীবনে দুর্ভোগ নিরসনে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, তা নিতান্তই অপ্রতুল। বৈশ্বিক পরিস্থিতির ওপর অর্থনীতির বর্তমান সংকটের দায় রাখা হয়েছে। অথচ বাজেট বক্তৃতাতেই অর্থমন্ত্রী স্বীকার করেছেন, একই বৈশ্বিক বাস্তবতায় ভারত ও শ্রীলঙ্কা মূল্যস্ফীতি অনেক নিচে নামিয়ে আনতে পেরেছে। সেখানে বাংলাদেশ মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্য স্থির করলেও কাজটি করতে পারেনি।
ওয়ার্কার্স পার্টি বলছে, সর্বগ্রাসী দুর্নীতি কমিয়ে আনার কর্মকৌশলের পরিবর্তে কালোটাকা সাদা করার যে পদক্ষেপের কথা বাজেট প্রস্তাবে বলা হয়েছে, তাতে উচ্চপর্যায়ে দুর্নীতি আরও উৎসাহিত হবে। সমাজে দুর্নীতি আরও বাড়বে। বাংলাদেশ ইতিমধ্যে উচ্চ বৈষম্যের দেশে পরিণত হয়েছে। সেই বাস্তবতা বাজেটে অনুপস্থিত। উল্টো পরোক্ষ করারোপের মাধ্যমে বৈষম্যকে জিইয়ে রাখা হয়েছে। আর্থিক খাত সংস্কারের কথা বলা হলেও ব্যাংকিং খাতে নৈরাজ্য, লুট, খেলাপি ঋণ বন্ধের কোনো উদ্যোগ বাজেটে নেই।