বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী ৭ দিনের রিমান্ডে

শহীদ উদ্দীন চৌধুরীছবি: সংগৃহীত

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন ও ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) আজ শনিবার বিকেলে এ আদেশ দেন।

শহীদ উদ্দীন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানান।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শহীদ উদ্দীন চৌধুরীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তাঁরা আদালতকে বলেন, এই ঘটনার সঙ্গে তাঁদের মক্কেল কোনোভাবেই জড়িত নন। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে জানিয়েছিল দলটি।