ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২ শতাংশ

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন কয়েকজন ভোটারছবি: প্রথম আলো

রাজধানীর সিটি কলেজে প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২ শতাংশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় আজ সকাল আটটায়।

ঢাকা সিটি কলেজে মোট কেন্দ্র আছে তিনটি—৩৩,৩৪ ও ৩৫ নম্বর। ৩৩ ও ৩৪ নম্বর কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। ৩৫ নম্বর কেন্দ্র নারীদের জন্য নির্ধারিত। তিন কেন্দ্র মিলে ভোটারের সংখ্যা ৭ হাজার ৭৫০টি। দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৫৬টি।

এর মধ্যে ৩৩ নম্বর কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৪৬টি। ৩৪ নম্বর কেন্দ্রে ২ হাজার ৭৬৮টি ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৫৪ জন। আর ৩৫ নম্বর কেন্দ্রের ৩ হাজার ৬৪৯টি ভোটের মধ্যে পড়েছে ৫৬টি।

সিটি কলেজে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, জনগণের ওপর তাঁর বিশ্বাস আছে; তাঁর দল আওয়ামী লীগের প্রতীক নৌকার জয় হবে। আজ সকাল আটটার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী সিটি কলেজ প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি ভোট দেন।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।