গণতন্ত্রকে টেকসই করতে হলে প্রতিনিয়ত জবাবদিহি নিশ্চিত করতে হবে: আমীর খসরু
কেবল ভোট দিয়ে গণতন্ত্র নিশ্চিত করা যায় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যথেষ্ট নয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে প্রতিনিয়ত জবাবদিহি নিশ্চিত করতে হবে। নাগরিক সমাজ, জনগণসহ সব অংশীজনকে তার ভূমিকা পালন করতে হবে।
আজ রোববার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ৩০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি ৫-৭টা সংস্কার কমিটি গঠন করেছে বলে উল্লেখ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কার করে সামনের দিকে এগোতে হবে। আর সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া।
গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘হঠাৎ করে কয়েকজন মনে করলাম যে এই সংস্কারগুলো দেশের জন্য দরকার, বাংলাদেশের আগামী দিনের জন্য ভালো কাজ হয়ে যাবে। দুঃখিত, এটা হয় না। টেকসই করে না। কারণ, এই দায়িত্ব কেউ কাউকে দেয়নি।’
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান বলেন, ‘আশা করব, ভবিষ্যতে আমাদের দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যাতে সিপিডি খুবই নির্ভয়ে সব কাজের আলোচনা-সমালোচনা করতে পারে। শুধু সিপিডি নয়, আমাদের দেশে যাতে আসলেই এ রকম একটা গণতান্ত্রিক আবহ থাকে, বহুমতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। কারণ, বহুমত প্রকাশের জন্য এখন নানা রকম ঝুঁকি দেখি। এটা যে সব সরকারের কাছ থেকে আসছে, তা নয়; যাদের একটা মত আছে, তারা অন্যদের মত শুনতে চায় না।’
গত ১৫ বছরে মুক্তচিন্তাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি মনে করেন, আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ ছিল গণমাধ্যমের গলা চেপে ধরা।
অনুষ্ঠানে আগে ধারণ করা ভিডিও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দিনব্যাপী এই অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। আরও বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বোর্ডের পরিচালক নিহাদ কবির, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।