নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে ভাঙচুরের ঘটনায় বিচার দাবি বাংলাদেশ জাসদের

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মানুষের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির পাঁয়তারায় সুনামগঞ্জের দোয়ারাবাজার, পিরোজপুরের স্বরূপকাঠিসহ (নেছারাবাদ) দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায়ও বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নারীদের প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে জয়পুরহাটে মাঠে ভাঙচুরের ঘটনা দেশের সচেতন, শিক্ষিত, বিবেকবান মানুষ কখনোই মেনে নিতে পারেন না। আমরা অবিলম্বে এ সকল অপতৎপরতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’