প্রথম দুই ঘণ্টায় ৭–৮ শতাংশ ভোট পড়েছে, ইসির ধারণা
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল কম। এ সময়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে। তবে এ সময়ের মধ্যে কোথাও কোনো গোলযোগের খবর পায়নি নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘সবখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও থেকে কোনো গোলযোগ বা তেমন কোনো অনিয়মের তথ্য আমাদের কাছে এখনো আসেনি।
ভোটার উপস্থিতিও কম বলে তথ্য পেয়েছি। প্রথম দুই ঘণ্টায় (৮টা থেকে ১০টা) কোথাও ৭ শতাংশ, কোথাও শতাংশ আবার কোথাও ৩ শতাংশ কেন্দ্রভিত্তিক ভোটার উপস্থিতির তথ্য পেয়েছি।’
আজ বুধবার সকাল ৮টা থেকে দেশের ১৩৯টি উপজেলায় ভোট শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট পরিস্থিতি তদারকি করতে আইনশৃঙ্খলা মনিটরিং সেল কাজ করছে।