ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিকদের দুটি আসন ছেড়ে দেওয়ার পর একটিতে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি এই আসনটিসহ ছয়টি শূন্য আসনে উপনির্বাচন হবে।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার দলের সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টিকে দেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করা হয় এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

এই সভায় পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং  নির্বাচন কমিটির সদস্য আনিসুর রহমান ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন।
এর আগে ২০১৪ সালের নির্বাচনে ইয়াসিন আলী ১৪ দলের প্রার্থী হিসেবে ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও ওয়ার্কার্স পার্টির ‘হাতুড়ি’ প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছে দলটি।

আরও পড়ুন

গত রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া শূন্য আসনগুলোতে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে দুটি আসন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ছেড়ে দেওয়া হয়েছে। তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। আর একটি আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি, সেটি উন্মুক্ত রাখা হয়েছে।