দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার না করাসহ ২৬ শর্তে ঢাকায় সমাবেশ করছে বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশের একাংশ
ছবি: দীপু মালাকার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশ এবার সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য সমাবেশস্থলে প্রচার না করাসহ ৩টি নতুন শর্ত দিয়েছে।

নতুন ৩টিসহ মোট ২৬টি শর্তে অনুমতি পেয়ে বিএনপি আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে।

জনসমাবেশের মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা
ছবি: দীপু মালাকার

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের জন্য নতুন বাকি দুটি শর্ত হচ্ছে, সমাবেশের মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।

বেলা তিনটা থেকে এই জনসমাবেশ শুরু হয়েছে।

আরও পড়ুন