চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন পরাজিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি ফাতেমা (শিল্পী)। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিবি ফাতেমা দাবি করেন, প্রথমে তাঁকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাঁর প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটের ফলাফল ‘পাল্টানোর রহস্য’ উদ্ঘাটনের দাবি জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ ও ট্রাইব্যুনালে মামলা করারও ঘোষণা দেন বিবি ফাতেমা।
বিবি ফাতেমা চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। নিজের রাজনৈতিক পরিচয় টেনে তিনি বলেন, ২০০৪ সাল থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ভোট জালিয়াতির এই ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস মাত্র।
তাঁর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সব কেন্দ্রের ফলাফল আসার পরে যিনি ভোট বেশি পেয়েছেন, তাঁকে বিজয়ী প্রার্থী ঘোষণা করা হয়েছে। ভোট গণনা শেষ হওয়ার আগে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।’