লাঠি–রামদা নিয়ে কীভাবে শহরে ঢুকলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, প্রশ্ন বরিশাল আওয়ামী লীগের
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের রক্তাক্ত হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মনে করে বরিশাল মহানগর আওয়ামী লীগ। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে তারা। মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম বলেছেন, ‘আমাদের সঙ্গে তাদের এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি।’
ইসলামী আন্দোলনের সমালোচনা করে আফজালুল করিম প্রশ্ন করেছেন, ‘মহড়া দিয়ে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে কীভাবে সিটি করপোরেশন নির্বাচন চলার সময় তারা শহরে ঢুকল?’
ভোট শেষ হলে বিকেল চারটায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম। সংবাদ সম্মেলনে আবুল খায়ের আবদুল্লাহ উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, যারা সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা করেছে, তাদের গলায় আওয়ামী লীগের ব্যাজ ছিল। জবাবে আফজালুল করিম বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ। তিন দিন ধরে এ রকম নানান মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। আমাদের সঙ্গে তাদের এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি।’
ফয়জুল করিমকে রক্তাক্ত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে আফজালুল করিম বলেন, ‘একটা ভিডিও দেখেছি, হঠাৎ করে তাদের কার্যালয়ের ভেতরে অরাজকতা। এ দ্বারা আমার মনে হয়, সুপরিকল্পিত কোনো পরিকল্পনা থাকতে পারে শহরের ভেতর অরাজকতা তৈরির জন্য। আমাদের দিক থেকে তাদের সঙ্গে কোনো বৈরিতা নেই, ছিলও না, ভবিষ্যতেও থাকবে না।’
রক্তাক্ত হওয়ার ঘটনার পর ইসলামী আন্দোলন লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়েছে তার সমালোচনা করেন আফজালুল করিম। তিনি বলেন, ‘মহড়া দিয়ে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে কীভাবে সিটি করপোরেশন নির্বাচন চলার সময় তারা শহরে ঢুকল। আমরা মনে করি, শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত করার জন্য বাইরের লোক এনে তারা এভাবে মিছিলসহকারে শহরে প্রবেশ করেছে।’
ইসলামী আন্দোলন শহরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে বহিরাগতদের মাধ্যমে। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন বরিশাল সিটি আওয়ামী লীগের এই নেতা।
আফজালুল করিম বলেন, ভোটাররা অত্যন্ত আনন্দচিত্তে সুন্দরভাবে ভোট দিয়েছেন।