ভারতীয় আধিপত্যবাদ আঁকড়ে ধরেছে: মুফতি সৈয়দ ফয়জুল করিম
ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বাংলাদেশকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি ভারতের ‘মোড়লিপনার’ বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়ার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমসহ দলের নেতা-কর্মীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, ‘ভারতের মোড়লিপনার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমরা যুদ্ধ চাই না। কিন্তু আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগিয়ে যুদ্ধ করলে দেশপ্রেমিক জনতা রুখে দাঁড়াতে বাধ্য হবে। ইসকন উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন, এদের এখনই রুখে দিতে হবে। ভারতের মোদি সরকার যদি বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা না দেয়, আমরা দূতাবাস গুটিয়ে ফেলতে অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে।’
দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতা বলেন, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। আওয়ামী লীগ মানুষের ওপর সীমাহীন জুলুম করেছিল। যার কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাই দলমত জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙা জবাব দিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন, সৈয়দ খুরশেদ আহমদ, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।